প্রশ্ন ১ঃ Samsung TV এক্সচেঞ্জ অফার কি ?
উত্তর ১ঃ এক্সচেঞ্জ অফার যেকোন ব্র্যান্ড এর সচল অথবা অচল টিভির ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ ক্রেতা যেকোনো ব্রান্ড এর সচল অথবা অচল টিভি পহেলা নভেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর , ২০১৮ সময়কাল এর মধ্যে এক্সচেঞ্জ করে স্যামসাং টিভি ক্রয় করতে পারবে। কাস্টমার এক্সচেঞ্জ টিভির এক্সচেঞ্জ মূল্যের চেয়ে কম মূলের টিভি ক্রয় করলে অতিরিক্ত মূল্য ফেরত দেয়া হবে না। কাস্টমার যদি সাদা কালো টিভি এক্সচেঞ্জ করতে শোরুম এ নিয়ে আসেন তার জন্য এই অফারটি প্রযোজ্য হবে না
উদাহরণস্বরূপ : কাস্টমার একটি ৩২" টিভি (মডেল 32M4010 ) কিনতে চাচ্ছেন যেটার দাম হচ্ছে ২৬,৯০০ টাকা। কিন্তু যদি কাস্টমার উনার বাসার ২১" সচল CRT টিভি আমাদের কাছে এক্সচেঞ্জ করে নতুন টিভি ক্রয় করতে চান তাহলে কাস্টমার পাবেন ৪,০০০ টাকা মূল্যছাড় এবং সাথে পাবেন আরোও ২,০০০ টাকা ক্যাশব্যাক সুতরাং সর্বমোট ৬,০০০ টাকা কম দামে অর্থাৎ মাত্র ২০,৯০০ টাকায় এই টিভি টি কিনতে পারবেন ।
মডেল | মূল্য | ক্যাশব্যাক অফার ডিসকাউন্ট | এক্সচেঞ্জ অফার ডিসকাউন্ট | মোট ডিসকাউন্ট | সর্বশেষ মূল্য |
32M4010 | 26,900 | 2000 | 4000 | 6000 | 20,900 |
এক্সচেঞ্জ অফার এর সময় কাল : ১লা নভেম্বর থেকে ৩০শে নভেম্বর
এক্সচেঞ্জ অফারে কোনটি সচল আর কোনটি অচল জেনে নিন :
টিভি সাইজ |
টিভি টাইপ |
সচল টিভি |
অচল টিভি |
14-34" |
CRT |
সাউন্ড নাই কিন্তু পিকচার ওকে |
শুধু সাউন্ড কিন্তু পিকচার আসে না অথবা সাউন্ড এবং পিকচার কোনটি আসে না |
কেবিনেট ভাঙা / স্পষ্ট /ফ্র্যাকচার/ স্ক্রাচ / রিমোট নাই |
রেডিশ/গ্রীন/সিঙ্গেল কালার পি কচার |
টিভি সাইজ |
টিভি টাইপ |
সচল টিভি |
মার্ক প্যানেল | অচল টিভি |
14-55" & above | LCD/LED | পিকচার এবং সাউন্ড ওকে | একটি অথবা দুইটি হরাইজন্টাল এবং ভার্টিকাল লাইন | নষ্ট টিভি পাওয়ার আসে না |
এক্সচেঞ্জ অফারে আপনি যা পাবেন:
TV |
||||
Size |
Working |
Not Working |
||
CRT |
LCD/LED |
|||
Fresh Panel |
Marked Panel |
|||
14”-31” |
4,000 |
4,000 |
1,000 |
500 |
32”-39” |
6,500 |
6,500 |
1,500 |
500 |
40”-54” |
12,000 |
12,000 |
3,000 |
1000 |
55” & above |
25,000 |
25,000 |
6,000 |
1500 |
কাস্টমার কিভাবে অফারটি পাবেন :
টিভি এক্সচেঞ্জ করার জন্য পুরাতন টিভি এবং বিস্তারিত তথ্যসহ নিকটস্থ ট্রান্সকম ডিজিটাল আউটলেটে যোগাযোগ করতে হবে ৷
১টি পুরানো টিভির সাথে ১টি নতুন টিভি -ই এক্সচেঞ্জ করতে পারবেন
ইনভয়েস করার সময় আপনাকে অবশ্যই ১ কপি ছবি , ID কার্ড ( NID ফটোকপি ) সরবারহ করতে হবে ৷
এক্সচেঞ্জ অফার এবং অন্যান্য অফার:
অফার সীমিত সময়ের জন্য, তাই জলদি পাল্টে ফেলুন আপনার পুরানো টিভিটি!
বি দ্র:
কাস্টমার এক্সচেঞ্জ টিভির এক্সচেঞ্জ মুলা চেয়ে কম মূল্যের টিভি ক্রয় করলে অতিরিক্ত মূল্য ফেরত দেয়া হবেনা.
কাস্টমার যদি সাদা কালো টিভি এক্সচেঞ্জ করতে শোরুমে নিয়ে আসেন তার জন্য এ অফারটি প্রযোজ্য হবেনা
SAMSUNG টিভি কিনতে ক্লিক করুন এখানে:
বিস্তারিত জানতে Call করুন : 01755558845 এবং chat করুন আমাদের wedsite www.transcomdigital.com এর Chat Button এ ক্লিক করে .